শিল্পাঞ্চলের মানুষের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা পরিষেবা প্রদান কর্মসূচি শুরু করল দুর্গাপুর আরাধনা

347

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ২০১৩ সালের ১০ ডিসেম্বর পথ চলা শুরু করেছিল দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আরাধনা। প্রাকৃতিক বিপর্যয়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সারা বছরই ধরেই নানান সমাজসেবামূলক কাজ করে চলে এই সংগঠন। এবছর অষ্টম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পন করল আরাধনা। প্রতিষ্ঠা দিবসে শিল্পাঞ্চলের সাধারণ সমস্ত মানুষের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠা দিবস ১০ ডিসেম্বর শনিবার থেকে রামমোহন এভিনিউ স্থিত ১৮ নম্বর হোস্টেলের অফিসে বিশেষ চিকিৎসা পরিষেবা প্রদান কর্মসূচি চলবে। সর্বসাধারণের সেবার জন্যই এই পরিষেবা কর্মসূচি গ্রহণ করেছে আরাধনা। এই পরিষেবার মধ্যে থাকবে ব্লাড সুগার, ব্লাড প্রেসার, অক্সিজেন লেভেল টেস্ট, উচ্চতা ও ওজন পরিমাপ, বিএমআই প্রভৃতি। আপাতত সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্র সকাল ১০ টা থেকে ১২ টা অবধি এই পরিষেবা মিলবে। যে কেউ এই পরিষেবা নিতে পারবেন। এছাড়াও কারও বিশেষ প্রয়োজনে যেকোনো বড় চিকিৎসকের সঙ্গে কনসাল্টেরও ব্যবস্থা করবে শিল্পাঞ্চলের এই স্বেচ্ছাসেবী সংগঠন।

সমগ্র দুর্গাপুরবাসীর কাছে এই পরিষেবা গ্রহণের আবেদন জানিয়েছেন দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ইন্দ্রনাথ মুখার্জি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here