সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। বিষ্ণুপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অর্চিতা বিদকে। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর পৌর শহরে এসে হাজির হন অর্চিতা বিদ। দেখা করেন দলীয় কর্মীদের সঙ্গে এছাড়াও দেখা করেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য্যের সঙ্গেও। তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্চিতা বিদ বলেন, সকলকে সঙ্গে নিয়ে ভোটে লড়াই করব এবং তুষার কান্তি ভট্টাচার্য আমার বাবার মতো উনি যে রকম পথনির্দেশিকা দেবেন সে মতই আমি কাজ করবো। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরাও অর্চিতা বিদকে প্রার্থী হিসেবে পেয়ে দারুন খুশি। এক তৃণমূল কর্মী বলেন, বিষ্ণুপুরের সমস্ত বুথ স্তর পর্যন্ত আমাদের সংগঠন মজবুত রয়েছে বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করবই।