সংবাদদাতা,মুর্শিদাবাদ:-
সরগরম মুর্শিদাবাদের রাজনৈতিক বাতাবরণ।মাদক পাচারের দায়ে বহরমপুর পুরসভার প্রাক্তন তৃণমূল পুরোপিতা নীলরতন আধ্যের ভাইপো সঞ্জীব অধ্য গ্রেফতার হওয়ার খবর চাউর হতে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা যায়,বহরমপুর থানার পুলিশ এক হাজার বোতল ফেনসিডিলসহ সঞ্জীবকে শহরের বিটি কলেজ এর বটতলা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে বহরমপুর আদালতে হাজির করানো হলে বিচারক তার জামিন আবেদন খারিজ করে দিয়ে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। যদিও এই ব্যাপারে তৃণমূলের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন পুরপ্রধান নীলরতন অধ্য বলেন,”এটা কেউ চক্রান্ত করে আমার ভাইপো কে ফাঁসিয়েছে ও নির্দোষ আগামী দিনে তা নিশ্চিত প্রমাণ হবে”। যদিও পুলিশ কর্তার দাবি, ধৃত সঞ্জীবকে বমাল হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার হয়েছে সে ক্ষেত্রে চক্রান্তের কোন প্রশ্নই ওঠে না”