সংবাদদাতা, মুর্শিদাবাদ:
নজরদারি চলছিল বহুদিন ধরেই।সেইমতো ব্লুপ্রিন্ট বানিয়ে মুর্শিদাবাদের পুলিশ কান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে রাতের অন্ধকারে পাচারের আগেই ভিন রাজ্য বিহারের ভাগলপুর জেলার জয়কুমার শান নামের এক জালনোট কারবারিকে বমাল জাল নোটসহ গ্রেফতার করল। দিদির কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ২৪ হাজার টাকা ১২ টি ২০০০ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। ওই জান্নাত কারবারি বিরুদ্ধে ৪৮৯বি ও ৪৮৯সি ধারায় মামলা দায়ের করে কান্দি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।সন্ধ্যার শেষ পাওয়া খবরে জানা যায় বিচারিক পাচারকারীর জামিনের আবেদন খারিজ করে তাকে ২৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়