সংবাদদাতা,মুর্শিদাবাদ:-
পুলিশি অভিযানে বড় সাফল্য মিলল ।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার মনোহরপুর এলাকায় একসাথে পাচারের আগেই গাড়ি ভর্তি দেড় কুইন্টাল গাঁজা সহ আটজনকে গ্রেফতার করে। কান্দি থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপরে কান্দি থানার মনোহরপুর এলাকায় দুটি গাড়ি আটক করা হয়৷দুটি গাড়ি ওড়িশা থেকে কান্দি হয়ে জলঙ্গীতে গাঁজা নিয়ে যাচ্ছিল । দুটি গাড়ি থেকে মোট দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন জলঙ্গী থানার সাহেবনগর বাসিন্দা৷ তাদের নাম সরিফুল ইসলাম , শাহরিয়া রোকেন ধোনিনারায়নপুর, সেখ বাদশা হিটলার সাহেবনগর, তোসিফ জাদ্দারী সাহেবনগর, আব্দুলা আম মামুদ নোটিয়াল ঘোষপাড়া, আইনাল বিশ্বাস দুল্লভপাড়া, সাজিবুর রহমান সাহেবনগর ও ফারুক মন্ডল নদীয়া জেলার গোপালপুর ঘাটের বাসিন্দা।সোমবার ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হয়।সোমবার সন্ধ্যার শেষ পাওয়া আদালত সূত্রে খবরে জানা যায় বিচারকদের জামিনের আবেদন খারিজ করে তাদের ২৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়