সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
আগ্নেয়াস্ত্র কার্তুজসহ গ্রেফতার ডাকাত দলের সদস্য। রানিতলা থানা এলাকার পাহাড় গোবিন্দপুর মোড় থেকে সিরাজুল শেখ নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তোকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ৭এম এম পিস্তল একটা ওয়ান শাটার, চার রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার হয়।লালবাগ মহাকুমার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া সিরাজুল এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত এই ঘটনার মাস কয়েক আগেও সে দুষ্কৃতী মুলক কাজকর্মের দায়ে গ্রেফতার হয়ে সাজা পেতে মুক্ত হয়। ফের ডাকাতি করার চেষ্টায় গ্রেফতার হয় সিরাজুল।