নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :- বিষ্ণপুরের ঐতিহ্য, ইতিহাস, ভাস্কর্য আজ জগত বিখ্যাত । সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পট্টি হফম্যান বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির পরিদর্শণে এসেছিলেন। আর বিষ্ণপুরের সেই ঐতিহ্য মণ্ডিত সম্ভারকে স্কুল ছাত্র, ছাত্রীদের মধ্যে মল্লভূম বিষ্ণুপুরের পুরাতত্ব ও ভাস্কর্যের ইতিহাস এবং ঐতিহ্য কে তুলে ধরতে বিষ্ণপুর যদুভট্ট মঞ্চে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা,তথ্যচিত্র ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন স্কুল থেকে প্রায় ৭০০ পড়ুয়া এই অনুষ্ঠানে যোগ দেয়। তাদের সামনে বিশিষ্ট জনেরা সহজ,সরল ভাষায় পুরাতাত্ত্বিক আলোচনার মাধ্যমে বিষয় গুলি তুলে ধরেন। আলোচকদের মধ্যে সাংবাদিক ও পুরাতাত্ত্বিক লেখক ও প্রবন্ধিক সুকুমার বন্দ্যোপাধ্যায় সবার নজর কাড়েন । এদিনের এই অনুষ্ঠানে রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী শ্যামল সাঁতারা বলেন নুতন প্রজন্মের কাছে বিষ্ণুপুরের পুরাতাত্ত্বিক নিদর্শন ও ভাস্কর্যের ইতিহাসকে তুলে ধরতেই এই প্রয়াস। এবং এতে পড়ুয়াদের মধ্যে ভালো সাড়া মেলায় আমরা অভিভূত ।শ্যামল সাঁতরা বলেন, আগামী প্রজন্ম যাতে আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং বিষ্ণুপুর নিয়ে যাতে গবেষনা করতে পারে তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচী ।