eaibanglai
Homeএই বাংলায়জামতাড়া সাইবার ক্রাইম গ্যাং-এর দুই সদস্য গ্রেফতার

জামতাড়া সাইবার ক্রাইম গ্যাং-এর দুই সদস্য গ্রেফতার

সংবাদদাতা, আসানসোলঃ– জামতাড়া সাইবার ক্রাইম গ্যাং-এর দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সালানপুর থানা ও সিআইডি যৌথ অভিযান চালিয়ে ওই দুই সদস্যকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবকের নাম সচিন কুমার (১৯) ও অরবিন্দ মণ্ডল(২৭)। ধৃত দুজন ঝাড়খণ্ডের গিরিডি ও কারমাটা অঞ্চলের বাসিন্দা। তাদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোন,এটিএম কার্ড,আধার কার্ড এবং মোবাইল ফোনের চার্জার,দুটো মোটর সাইকেল সহ নগদ প্রায় ষাট হাজার টাকা ও একটি নোট বুক উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি উদ্ধার হওয়া ফোনগুলিতে বিভিন্ন ধরনের প্রতারণামূলক মেসেজ রয়েছে। যেগুলো সাধারণ মানুষকে প্রতারিত করতে ব্যবহার করা হত। তবে শুধু ম্যাসেজ নয় বিভিন্ন মেসেজলিংক,ফেসবুকের মাধ্যমে ম্যাসেজ পাঠিয়েও সাধারণ মানুষকে প্রতারিত করত এই জামতাড়া গ্যাং।

পুলিশ সূত্রে জানা গেছে সালানপুর থানা এলাকার শিরীষবেড়িয়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতো জামতাড়া গ্যাং-এর এই দুই সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি এবং রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মনজিৎ ধারা ও সিআইডি আধিকারিকরা যৌথ অভিযান চালায় ও দুজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে তদন্তে গতি আনতে ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments