eaibanglai
Homeএই বাংলায়ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দম্পতির

ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দম্পতির

সংবাদদাতা,আসানসোলঃ- মাল বোঝাই ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে এক দম্পতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল আসানসোলের জামুরিয়া শিল্পতালুক এলাকার শ্যামসেল কারখানা চত্বর। চলে কারখানার গাড়িতে ভাঙচুর। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে মৃত দম্পতির নাম আস্তিক রুইদাস(৩৪) এবং তার স্ত্রী ললিতা রুইদাস(২৭), জামুড়িয়া থানার নন্ডীগ্রামের বাসিন্দা। তারা গত বৃহস্পতিবার মনসা পুজোর অনুষ্ঠানে যোগ দিতে অন্ডালের খান্দরা গ্রামের এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে জামুড়িয়া শিল্পতালুকে অবস্থিত শ্যামসেল কারখানার দু নম্বর গেটের সামনে দুর্ঘটনা ঘটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান একটি ট্রেলার কারখানার ভিতরে প্রবেশ করার সময় তাদের মোটর সাইকেলে ধাক্কা মারলে দুজনেই ছিটকে ট্রেলারের চাকার সামনে পড়ে যান। ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ললিতা দেবীর মৃত্যু হয় এবং আস্তিক রুইদাসকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতাল নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তারও মৃত্যু হয়।

অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে মৃতের পরিবার ও এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। ওই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে জামুড়িয়া হরিপুর যাওয়ার মুখ্য রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এমনকি কারখানার বেশকিছু গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ কারখানায় দু নম্বর গেটের সামনে অবৈধভাবে পার্কিং করে রাখার ফলেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়রা ক্ষতিপূরণের দাবিতে কারখানার এক নম্বর গেট ঘেরাও করেও বিক্ষোভ দেখাতে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ মৃতদের পরিবারের লোকজনর সঙ্গে কথা বলে মীমাংসার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments