eaibanglai
Homeএই বাংলায়মোটর ভেহিকলস ইনস্পেক্টরের গাড়ির তাড়ায় দুর্ঘটনার কবলে লরি

মোটর ভেহিকলস ইনস্পেক্টরের গাড়ির তাড়ায় দুর্ঘটনার কবলে লরি

সংবাদদাতা,আসানসোলঃ– পরিবহণ দপ্তরের মোটর ভেহিকলস ইনস্পেক্টরের গাড়ির তাড়া খেয়ে দুর্ঘটনার কবলে পড়ল দশচাকা লরি। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত বংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেক পোস্টের কাছে। জানা গেছে এদিন সকালে ঝাড়খণ্ড সীমান্তের রামপুর মোটর ভেহিকলস চেকপোস্টের মোটর ভেহিকলস ইনস্পেক্টরের একটি গাড়ি কলকাতা থেকে ধানবাদগামী ওই দশ চাকার গাড়িটিকে ধাওয়া করে। তাড়া খেয়ে লরিটি গতি বাড়িয়ে পালাতে গিয়ে ডুবুরডিহি চেক পোস্টের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। যদিও অল্পের জন‍্যে প্রাণে রক্ষা পায় লরির চালক ও খালাসি। তবে দুর্ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় লরির চালক খালাসী। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ লরিটিকে দুর্ঘটনার কবলে পড়তে দেখে মোটর ভেহিকলস ইনস্পেক্টররা এলাকা থেকে সড়ে পরেন। এর জেরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা প্রশাসনের কাছে এমভিআই এর দৌরাত্ম‍্য বন্ধ করার আবেদন জানান। স্থানীয়দের দাবি রামপুর এমভিআই দপ্তরটিকে নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ বারংবার ধাওয়া করে গাড়ি ধরতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটছে।

বিষয়টি নিয়ে সরব হন স্থানীয় বিজেপি নেতা টিঙ্কু বর্মা। তিনি বলেন, রাজ্য প্রশাসনকে অনুরোধ করবো ঘটনার সঠিক তদন্ত করা হোক। কী কারণে দুর্ঘটনা ঘটল তা জন সমক্ষে আসা দরকার। অপর দিকে কুলটি ব্লক যুব তৃর্ণমুল কংগ্রেস সভাপতি বিমান দত্ত দুর্ঘটনার জন্য দঃখ প্রকাশ করে বলেন, রামপুর এমভিআই দপ্তরটিকে নিয়ে একাধিক অভিযোগ আসছে। আধিকারিকদের অনুরোধ করব সংযত হয়ে কর্তব্য পালন করতে যাতে কোনওরকম দুর্ঘটনা বা প্রাণ হানী না হয়। পাশাপাশি বিষয়টি দলের উচ্চ পর্যায়েও জানানো হবে বলে এদিন জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments