সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- গরু পাচার মামলায় জামিন পেলেন না কয়লা ও গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। জামিন খারিজ করে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে মে মাসের ২০ তারিখ। বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ এদিন জানান, এপ্রিল মাসের ২৭ তারিখ বিকাশ মিশ্রের জামিনের আবেদন করা হয়েছিল। শুক্রবার তার শুনানি ছিল ।
প্রসঙ্গত কয়লা ও গরুপাচার মামলায় মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম বিনয় মিশ্রের নাম উঠে আসার পর থেকেই তিনি ফেরার। তবে বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে সিবিআই গ্রেফতার করেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরুপাচার-কাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিকবার বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, অশোক মিশ্রের নাম উঠে এসেছে। তাই বিকাশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এই মামলায় সিবিআই ইতিমধ্যেই বিকাশ মিশ্রকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।