eaibanglai
Homeএই বাংলায়জেল থেকে ছাড়া পেলেও আসানসোলে ঢুকতে পারবেন না জিতেন্দ্র তিওয়ারি

জেল থেকে ছাড়া পেলেও আসানসোলে ঢুকতে পারবেন না জিতেন্দ্র তিওয়ারি

সংবাদদাতা, আসানসোলঃ– আসানসোল কম্বলকাণ্ডে অবশেষে জেল থেকে ছাড়া পেলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গত ১৮ মার্চ নয়ডা থেকে তাকে গ্রেফতার করেছিল আসানসোল উত্তর থানার পুলিশ। তার পর পুলিশি হেফাজতে ছিলেন তিনি। পরে তার জেল হেফাজত হওয়ায় আসানসোল সংশোধনাগারে রাখা হয় তাকে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে আসানসোল জেলা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যালে রেফার করা হয় তাকে। বর্ধমান মেডিক্যালে তার শারীরিক পরীক্ষার পর তাকে কলকাতায় রেফার করা হয়। কিন্তু কলকাতার এসএসকেএম প্রাথমিক পরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি নিতে রাজি হয়নি। অবশেষে তাকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তর করা হয়। এই ঘটনাপ্রবাহের ২২ দিনের মাথায় সোমবার তাকে শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাই কোর্ট।

এদিকে ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার আসানসোল আদালতে হাজির করানোর দিন ছিল বিজেপি নেতাকে। সেই মতো এদিন তাকে প্রেসিডেন্সি জেল থেকে আসানসোল আদালতে হাজির করানো হয় । পাশাপাশি পেশ করা হয় হাই কোর্টের জামিনের নথি। এরপরই তাকে আসানসোল জেলে নিয়ে যাওয়া হয় ও দুপুরের পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিন জেলের গেটে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। জিতেন্দ্র তেওয়ারিকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে এদিন আসানসোল জেলে নিয়ে যাওয়ার সময় নাম না করে শাসক দলকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, আসানসোলের জন্য মাস্টারপ্ল্যান চেয়েছিলাম। কিন্তু আমাকে প্রেসিডেন্সি জেলে ভরার মাস্টারপ্ল্যান কষা হয়েছিল।

অন্যদিকে যে তিনটি শর্তে হাইকোর্ট জিতেন্দ্র তিওয়ারির জামিন মঞ্জুর করে, সেগুলি হল- এক, আপাতত আসানসোলে ঢুকতে পারবেন না তিনি। দুই, যেখানে থাকবেন, সেখানকার সংশ্লিষ্ট থানায় সপ্তাহে ১ দিন হাজিরা দিতে হবে তাকে। তিন, সাক্ষীদের হুমকি দেওয়া যাবে না। পাশাপাশি, মামলা চলাকালীন জিতেন্দ্র তিওয়ারিকে পুরোপুরি সহযোগিতা করতে হবে। হাইকোর্টের নির্দেশ মতো এদিন আসানসোল ছেড়ে যাওয়ার পথে সস্ত্রীক মা ঘাঘর বুড়ি মন্দিরে পুজো দেন আসানসোলের প্রাক্তন মেয়র। পাশাপাশি জানান আসানসোল ছেড়ে থাকা তার কাছে বেদনাদায়ক। খুব শীঘ্রই আসানসোলে ফেরার জন্য আদালতের দ্বারস্থ হবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments