eaibanglai
Homeএই বাংলায়কম্বলকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির পুলিশ হেফাজত

কম্বলকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির পুলিশ হেফাজত

সংবাদদাতা,আসানসোলঃ– কম্বলকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। প্রসঙ্গত গতকালই আসানসোল উত্তর থানার পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে দিল্লি থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে। রাতেই তাকে দিল্লি থেকে বিমানে করে কলকাতায় নিয়ে আসা হয়। এবং গভীর রাতে কলকাতা থেকে আসানসোল উত্তর থানায় নিয়ে আসা হয়। সেখানে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয় তাকে। মোতায়েন করা হয় কমব্যাট বাহিনী। রাতেই তার শারীরিক পরীক্ষাও করানো হয়। অবশেষে রবিবার সকালে পুলিশের কড়া নজরদারিতে তাকে আসানসোল আদালতে তোলা হয়।

অন্যদিকে এদিন জিতেন্দ্র তিওয়ারিকে আদালত থেকে বের করার সময় আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। যদিও পুলিশ বিক্ষোভকারীদের হঠিয়ে ক্রমে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ গরু চোরের জন্য এসি গাড়ি আর জন নেতার জন্য পি সি আর ভ্যান।

জানা গিয়েছে এই মামলার জন্য কোনও উকিলের সাহায্য নেননি জেতেন্দ্র তিওয়ারি। তিনি নিজেই একজন উকিল, তাই এই মামলার জন্য তিনিই সওয়াল করবেন বলে আদালতকে জানিয়েছেন। এদিন আদালতে জিতেন্দ্র জানান তিনি আগেই এই মামলায় জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। আগামী সোমবার সেই মামলার শুনানি। সে জন্য তাকে দুদিনের পুলিশ হেফাজত দেওয়া হোক। বিচারক অবশ্য দুপক্ষের সওয়াল জবাব শুনে বিজেপি নেতাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।

প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে রামকৃষ্ণ ডাঙালে একটি কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায় ও পদপিষ্ট হয়ে মৃত্যু হয়ে এক নাবালিকা সহ তিন জনের মত্যু হয়। আহত হন আরও ৬ জন। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রবল বিতর্ক তৈরি হয়। শুরু হয় রাজৈতিক তরজাও। শেষে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তদন্ত শুরু করে চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরে ফের তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল স্থিত জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে একাধিকবার গিয়ে তিওয়ারির দম্পতির হদিশ পায়নি পুলিশ। ফ্ল্যাটে তালা বন্ধ থাকায় তাদের হাজিরার নির্দেশ জারি করে নোটিশও দেয় পুলিশ। কিন্তু তাতে কোনও সাড়া না পাওয়া যায়নি। অবশেষে গতকাল জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments