বন্ধ ঘরে যুবকের দেহ উদ্ধার, মাদক সংক্রান্ত কারণে খুন দাবি স্থানীয়দের

741

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- বন্ধ ঘরে টোটো চালক যুবকের মৃতদেহ ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনা আসানসোল উত্তর থানার অন্তর্গত বেলডাঙ্গা এলাকার। মৃত যুবকের নাম মুকুল মহাতো। মাদক সেবনকারীদের সঙ্গে বচসার জেরেই ওই যুবক খুন হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গিয়েছে শনিবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিলেন মুকুল মহাতো নামে ওই টোটো চালক যুবক। অবশেষে সোমবার সকালে বেলডাঙ্গা এলাকার এক টালির ঘরের ভিতরে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি মৃতের পা মাটির সঙ্গে লাগানো অবস্থায় ছিল। যার জেরে ওই যুবকের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।

স্থানীয়দের মতে বেশ কিছুদিন ধরে এলাকার কিছু ড্রাগ সেবনকারীর সঙ্গে যোগাযোগ হয়েছিল মুকুল মাহাতো নামে ওই টোটো চালকের। দিনকয়েক আগে চুরির মামলায় কিছু ড্রাগসেবনকারী সঙ্গে ধরাও পড়েছিল সে। তার পর থেকেই ওই ড্রাগ সেবনকারীদের সঙ্গে মুকুলে বচসা হয় বলে খবর। তার জেরেই ওই যুবককে খুন করা হয় বলে অনুমান স্থানীয়দের। পুরো ঘটনার তদন্তে নেমেছে আসানসোল উত্তর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here