বাংলা ঝাড়খণ্ড সীমান্তে পুলিশের কড়া নজরদারি, চলছে নাকা চেকিং

589

সংবাদদাতা,আসানসোলঃ- একদিন বাদেই দেশজুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। ওই দিন যাতে কোনওরকম নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপরতা শুরু করে দিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বাংলা ঝাড়খন্ড সীমান্তে শুরু হয়েছে কড়া নজরদারি।

সোমবার সকাল থেকেই বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্ট এলাকায় তল্লাশি শুরু করেছে কুলটি ট্রাফিক গার্ড ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। ঝাড়খন্ড থেকে আগত সমস্ত গাড়ি দাঁড় করিয়ে পরীক্ষা করা হচ্ছে। গাড়ির ডিকি খুলে ও বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে পরীক্ষা করছে পুলিশ। যাতে কোনরকম অস্ত্র বা বিস্ফোরক বা অন্য কিছু অবৈধ বস্তু নিয়ে এ রাজ্যে কেউ প্রবেশ করতে না পারে। পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা গাড়িগুলির যাত্রীদেরও বিশেষভাবে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে তাদের পরিচয় পত্র খতিয়ে দেখছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এদিন কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিকরা নিজে উপস্থিত থেকে এই নাকা তল্লাশি চালান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here