eaibanglai
Homeএই বাংলায়উপনির্বাচনে ছাপ্পা ভোট থেকে ভোটারদের প্রভাবিত করা, অভিযোগ উঠল দু'পক্ষের বিরুদ্ধেই

উপনির্বাচনে ছাপ্পা ভোট থেকে ভোটারদের প্রভাবিত করা, অভিযোগ উঠল দু’পক্ষের বিরুদ্ধেই

সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল পৌরসভা উপনির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এদিন ১০৪ নম্বর বুথে ছাপ্পা ভোটের একটি ভিডিও সামনে আসে। ভিডিওর সত্যতা যাছাই না হলেও দেখা যায় বুথের ভিতর লাল টি শার্ট পড়া এক ব্যক্তি বেশ সময় নিয়ে ভোট দিচ্ছেন। ভোট দেওয়া হয়ে গেলে তার কাছে এক সাংবাদিক যখন ভোটার কার্ডটি দেখতে চান তিনি দৌড়ে পালন। এর পাশাপাশি ওই বুথে বেশ কিছু ভোটার ভোট দিতে না পারার অভিযোগ তুলে বিক্ষোভও দেখান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ওই বুথের প্রিসাইডিং অফিসার পার্থ দে ছাপ্পা ভোটের অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে এদিন শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোট ও ভোট লুঠের অভিযোগ তুলে সরব হয় বিজেপি। প্রতিবাদে এদিন আসানসোলের মহকুমা শাসকের অফিসে চত্বরে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

উল্লেখ্য এদিনের উপনির্বাচনে যখন একদিকে শসাক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে অন্যদিকে বিজেপির বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এদিন জামুরিয়ার বেনালীর একটি বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। ।পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শ্রীদীপবাবু। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত আসানসোল পৌরসভা উপনির্বাচনে ভোট পড়েছে ৮২.০৬ শতাংশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments