eaibanglai
Homeএই বাংলায়আসানসোল ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

আসানসোল ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

সংবাদদাতা,আন্ডালঃ- আগামী ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর আসানসোল ডিভিশনে বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে বেশকিছু দূরপাল্লা ট্রেনের যাত্রাপথও। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২২ তারিখ থেকে তিন দিন অণ্ডাল ডিভিশনে ইয়ার্ড সংস্কারের কাজ চলবে। আর তার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। তার জেরেই ব্যহত হবে ট্রেন চলাচল। রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সময়ের মধ্যে ০৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ০৩৫১৫ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ০৩৫১৮ আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার এবং ০৩৫২০ আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি বাতিল করা হয়েছে। পাশাপাশি এই সংস্কার কাজের জন্য ১৮ তারিখ থেকে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ১৩১৭৯/১৩১৮০ শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস ১৮ থেকে ২৯ নভেম্বর বর্ধমান-বোলপুর-সাঁইথিয়া-সিউড়ি রুটে চলাচল করবে। এছাড়া ১৩৪০৪ ভাগলপুর-রাঁচী বনাঞ্চল এক্সপ্রেস ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অন্ডাল-দুর্গাপুর রুট দিয়ে যাবে। এবং ১৩৪০৩ রাঁচী-ভাগলপুর এক্সপ্রেসও ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অন্ডাল-দুর্গাপুর রুট দিয়ে চলাচল করবে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments