সংবাদদাতা, আসানসোল:- আসানসোলের উন্নয়নে বিশেষ পদক্ষেপ আসানসোল পৌরনিগমের। রবিবার সপ্তাহব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি অভিযানের সূচনা হল আসানসোলে। রবিবার এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই কর্মসূচি চলবে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত। আর এই সপ্তাহব্যাপী পরিছন্ন কর্মসূচিতে ব্যবহারের জন্য এদিন একটি স্বয়ংক্রিয় যন্ত্রের উদ্বোধন করেন মন্ত্রী ও আসানসোলের পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জী। এদিন মলয়বাবু বলেন, আসানসোল শহরে প্রতিদিনই সাফাই কর্মীরা তাদের পরিষেবা দিয়ে চলেছেন। কিন্তু যে কাজগুলো বাকি রয়ে গিয়েছে এই এক সপ্তাহে সেগুলি সম্পূর্ণ করা হবে এই পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, কমিশনার নিতীন সিংঘানিয়া, প্রশাসক বোর্ডের সদস্য ডঃ অমিতাভ বসু, শ্যাম সোরেন সহ আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য ও প্রাক্তন কাউন্সিলরগণ।