লালা ঘনিষ্ঠ রত্নেশ বর্মাকে উপযুক্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ আদালতের

24

সংবাদদাতা,আসানসোলঃ- কয়লা দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রত্নেশ বর্মাকে সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। প্রসঙ্গত গতকাল অর্থাৎ মঙ্গলবার রত্নেশ বর্মা আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এবং বিচারক তাঁকে এক দিনের জেল হেফাজত দিয়ে বুধবার হাজিরার নির্দেশ দনে। সেই মতো এদিন তাঁকে আদালতে পেশ করা হলে সিবিআইয়ের আইনজীবী ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানান। যদিও আদালত তাঁকে ১৩ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি বিচারক সিবিআইকে অভিযুক্তের পূর্ন নিরাপত্তারও নির্দেশ দেন। এরপরই রত্নেশ বর্মাকে নিয়ে কলকাতার নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা।

অন্যদিকে এদিনের শুনানিতে অভিযুক্তের আইনজীবী সোমনাথ চট্টরাজ ভার্চুয়ালি উপস্থিত হন এবং তিনি জামিনেরও কোনও আবেদন করেন জানান নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here