eaibanglai
Homeএই বাংলায়কয়লাকাণ্ডে ধৃত ইসিএলের আধিকারিকদের ফের জামিন নাকচ করল আদালত

কয়লাকাণ্ডে ধৃত ইসিএলের আধিকারিকদের ফের জামিন নাকচ করল আদালত

সংবাদদাতা, আসানসোলঃ– কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএল আধিকারিকের জামিনের আবেদন ফের নাকচ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। গত ৮ জুলাই থেকে ১৪ দিনের জেল হেফাজতে ছিলেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবার ফের তাদের সিবিআই আদালতে পেশ করা হয়। আগামী ১৬ অগস্ট ফের শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত গত ১৩ জুলাই বুধবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআয়ের আর্থিক তছরুপ দমন শাখার অফিসে সাত ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইসিএলের প্রাক্তন ও বর্তমান ৭ আধিকারিককে গ্রেফতার করা হয়। এরা হলেন নিরাপত্তা আধিকারিক তন্ময় দাস, সিকিউরিটি সাব ইন্সপেক্টর দেবাশীষ মুখোপাধ্য়ায়, প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্য়ায়, নিমচা গ্রুপ অব মাইনসের প্রজেক্ট অফিসার সুভাষ চন্দ্র মৈত্র, ইসিএলের প্রাক্তন ম্যানেজার মুকেশ কুমার, সিকিউরিটি সাব ইন্সপেক্টর রিঙ্কু বেহরা, প্রাক্তন জিএম অভিজিত্ মল্লিক। পরে পাণ্ডবেশ্বর এরিয়ার প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়।

সিবিআইয়ের তরফে এদিন দাবি করা হয় ধৃতরা সকলেই প্রভাবশালী। ফলে জামিন পেলে তথ্য ও প্রমাণ লোপাট হতে পারে। পাশাপাশি ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও সিবিআইয়ের তরফে দাবি করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments