রূপনারায়ণপুরে তিন দিনব্যাপী ফুটবল ট্যুর্নামেন্ট

45

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের রূপনারায়ণপুরে শুক্রবার থেকে শুরু হল স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় উইনারস কাপ এবং বিশু মুন্ডা রানার্স কাপের। রূপনারায়নপুরের পিঠাইকেয়ারির ময়দানে সুকান্ত স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী চলবে এই ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগীতায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করেছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার রূপে৩৩ হাজার টাকা ও কাপ এবং দ্বিতীয় পুরস্কার রূপে ২২হাজার টাকা ও কাপ দেওয়া হবে।

এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায়,পাপ্পু উপাধ্যায় ও বিশু মুন্ডার চিত্রতে মাল্যদান করে ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা করেন প্রধান অতিথি হিসেবে উস্থিত তৃণমূল নেতা ভোলা সিং,দেবদাস চ্যাটার্জি, যুবনেতা মনিরাজ উপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সুকান্ত স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি সুমন ঘোষ ও প্রেসিডেন্ট তাপস পাত্র সহ সকল ক্লাব সদস্যরা।

প্রতিযোগীতার প্রথম দিনেই খেলা দেখতে মাঠে স্থানীয় উৎসাহী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here