eaibanglai
Homeউত্তর বাংলাতীর্থযাত্রীদের ফেলে রেখে বাস নিয়ে পালাল এজেন্সি ম্যানেজার

তীর্থযাত্রীদের ফেলে রেখে বাস নিয়ে পালাল এজেন্সি ম্যানেজার

সংবাদদাতা,আসানসোলঃ- তারাপীঠ, বৈদ্যনাথ ধাম, গঙ্গাসাগর, দীঘা, পুরী সহ একাধিক তীর্থস্থান ঘোরানোর নাম করে আসানসোলে তীর্থ যাত্রীদের ফেলে রেখে বাস নিয়ে পালিয়ে গেল ট্যুরিস্ট এজেন্সির ম্যানেজার। যার জেরে বিপাকে পড়েন প্রায় ৬০ জন তীর্থ যাত্রী।

জানা গিয়েছে চলতি মাসের ১০ অক্টোবর দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার খড়দহ থেকে ট্যুরিস্ট এজেন্সির বাসে করে বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য রওনা দেয়। কথা ছিল ৯ দিন ধরে রাজ্যের বিভিন্ন তীর্থস্থান, দীঘা ও পুরী ধাম ঘুরে দিনাজপুরে ফিরবেন তীর্থ যাত্রীরা। কিন্তু শুক্রবার আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরের কাছে তীর্থযাত্রীদের জিনিসপত্র সহ নামিয়ে দিয়ে বাস নিয়ে পালিয়ে যায় ট্যুরিস্ট এজেন্সির ম্যানেজার। তীর্থযাত্রীদের অভিযোগ বাস খারাপ হওয়ার অজুহাতে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও বাস ও ম্যানেজার কেউ ফেরেনি। এমনকি ফোন সুইচ অফ থাকায় ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগে চেষ্টা করেও বিফল হন। অবশেষে তাঁরা ঘাঘরবুড়ি মন্দির প্রাঙ্গণে আশ্রয় নেন এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশের দ্বারস্থ হন। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments