ফের কয়লা পাচারের চেষ্টা, আটক ট্রাক ও চালক

49

সংবাদদাতা,আসানসোলঃ– কয়লা দুর্নীতি কাণ্ডে যখন তোলপার রাজ্য রাজনীতি, গ্রেফতার শাসক দলের তাবড় নেতা, কয়লা মাফিয়া ও তাদের সহযোগীরা। তার মধ্যেও রাজ্যে বার বার সংবাদ শিরোনামে স্থান করে নিচ্ছে কয়লা পাচারের ঘটনা। আবারও সামনে এল কয়লা পাচারের ঘটনা।

বৃহস্পতিবার পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানায় ডুবুরডিহি চেকপোষ্টে একটি ১২ চাকার অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। জানা গেছে চৌরাঙ্গি ফাঁড়ির নতুন দায়িত্ব প্রাপ্ত আধিকারিক শীতল নাগের নেতৃত্বে পুলিশি নাকা তল্লাশির সময় ওই অবৈধ কয়লা বোঝাই ট্রাকটিকে আটক করা হয়। ট্রাকটি আটক করে চৌরাঙ্গি ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে ট্রাকটির চালক সুমিত কুমার মোদককেও আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে তার কাছ থেকে পাথর গাড়ির একটি নকল চালান উদ্ধার হয়েছে।

রাজ্যে অবৈধ কয়লা পাচার রুখতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সক্রিয় হওয়া সত্ত্বেও অবৈধ কয়লা পাচার যে এখনও বন্ধ করা যায়নি এদিনের ঘটনা তা আবারও প্রমাণ করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here