eaibanglai
Homeএই বাংলায়ইসিএলের ডাম্পার থেকেই কয়লা পাচার!

ইসিএলের ডাম্পার থেকেই কয়লা পাচার!

সংবাদদাতা, আসানসোলঃ- এবার অভিনব উপারে কয়লা পাচারের ঘটনা প্রকাশ্যে এল। ইসিএলের ডাম্পার থেকে মাঝ রাস্তা থেকে চুরি হয়ে যাচ্ছে কয়লা। তার বদলে ডাম্পারে ভরে দেওয়া হচ্ছে কালো পাথর। আর ইসিলের কয়লা ভর্তি ডাম্পার গন্তব্যে পৌঁছছে পাথর নিয়ে।

গত সোমবার এরকমই একটি ঘটনা সামনে এসেছে। জানা গেছে ইসিএলের ইটাপাড়া কোলিয়ারি থেকে উত্তোলিত কয়লা ১৫ এপ্রিল রবিবার রাতে WB 455675 ও WB 53C2311 নম্বরের দুটি ডাম্পারে বনজিমারি রেলওয়ে সাইডিং এর রেকের লোডিং এর জন‍্যে চালান করা হয়। কিন্তু দুটি গাড়িতে থাকা ৪৮ টন কয়লা কালো পাথরে পরিণত হয়।

এখন প্রশ্ন উঠছে দুটি গাড়িতে ইসিএলের জিপিএস সিস্টেম থাকা সত্ত্বেও কীভাবে মাঝ রাস্তা থেকে কয়লা পাচারের ঘটনা ঘটল ? ঘটনার প্রেক্ষিতে ইসিএলের সুরক্ষা দল গাড়ির চালকদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং সালানপুর থানায় ১৭/৪/২৩ এ ৭৪/২৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়।। পাশাপাশি ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের আসানসোল আদালতে পেশ করে ৭ দিনের জন‍্যে নিজেদের হেফাজতে নেয়। ধৃতদের জেরা করে অবৈধ কয়লা পাচারের বিষয়ে নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments