আসানসোলের লছিপুরে গ্রাহকদের মারধর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ

41

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের লছিপুর যৌনপল্লীতে দিশা জনকল্যাণ কেন্দ্রে গ্রাহকদের মারধর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল দালালদের বিরুদ্ধে। দুই যুবক নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে বলেও জানা গেছে।

জানা গেছে ঝাড়খন্ডের পাকুড় থেকে দুই যুবক লছিপুরে গিয়েছিলেন গ্রাহক হিসেবে। তাদের দাবি তারা ডান্স দেখতে গিয়েছিলেন। কিন্তু দিশাজনকল্যাণ কেন্দ্রে দালালরা তাদের মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় ও অনলাইন ৪৫হাজার টাকা জোর করে নিজেদের একাউন্ট ট্রেন্সফার করিয়ে নেয়।

অন্যদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় যৌনকর্মীরা। তাদের দাবি এভাবে দালালদের অত্যাচার চললে গ্রাহকদের আশা কমে যাবে। ফলে আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে তাদের। অবিলম্বে দিশা জনকল্যাণ কেন্দ্র দালাল মুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here