eaibanglai
Homeএই বাংলায়'ওনারা খুবই ভালো ব্যবহার করেছেন' সিবিআই তল্লাশির পর মন্তব্য মন্ত্রী জায়ার

‘ওনারা খুবই ভালো ব্যবহার করেছেন’ সিবিআই তল্লাশির পর মন্তব্য মন্ত্রী জায়ার

সংবাদদাতা, আসানসোলঃ- ‘ওনারা খুবই ভালো ব্যবহার করেছেন’, মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে সিবিআই তল্লাশির পর এমনটাই মন্তব্য করলেন মন্ত্রী জায়া সুদেষ্ণা ঘটক। পাশাপাশি সিবিআই আধিকারিকরাও তাঁর ব্যবহারের প্রশংসা করেছেন বলে এদিন দাবি করেন মন্ত্রী জায়া। এমনকি সাধাসিধে মন্ত্রীর বাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিষ্ময় প্রকাশ করেছেন বলেও দাবি সুদেষ্ণা দেবীর। মন্ত্রী-জায়া বলেন, “সব দেখে গোয়েন্দারা বলেন, আমরা যা ভেবেছিলাম, এখানে এসে সব উল্টো দেখলাম। অন্যান্য জায়গায় যা দেখেছি তাতে ভাবতে পারিনি যে, এটা একটা মন্ত্রীর বাড়ি হতে পারে।” তল্লাশি চলার সময় ওই বাড়িতে তালা ভাঙার চাবিওয়ালাকে ডাকা হয়েছিল। সেই প্রসঙ্গে সুদেষ্ণাদেবী বলেন,”আমিই চাবিওয়ালাকে ডেকেছিলাম। কারণ ওই আলমারিগুলির চাবি হারিয়ে গিয়েছিল। আলমারি খুলে ওঁরা আমাকেই জামাকাপড় সরাতে বলেন। ” সিবিআই আধিকারিকরা কোনও নথি বাজেয়াপ্ত করেছেন কি না জানতে চাওয়া হলে সুদেষ্ণাদেবী পাল্টা প্রশ্ন করেন, “আপনারা কি ওঁদের হাতে কিছু দেখলেন?” পাশাপাশি তদন্তকারীরা তাঁর কাছ থেকে কিছু জানতে চাননি বলেও দাবি করেছেন মলয়বাবুর স্ত্রী। এমনকি সিবিআইয়ের তল্লাশি চলাকালীন স্বামীর সঙ্গে কোনও কথা হয়নি বলেও এদিন জানান সুদেষ্ণাদেবী। যদিও তল্লাশির পর সিবিআই আধিকারিকরা কোনও মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত বুধবার সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের আসানসোল ও কলকাতায় অফিস বাড়ি সহ একযোগে সাত জায়গায় অভিযান চালায় সিবিআই। আসানসোলের মন্ত্রীর বাড়ির পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি ও অফিসেও হানা দেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি কলকাতায় মন্ত্রীদের আবাসনে পৌঁছে সেখানে মলয় ঘটককে জেরা শুরু করেন সিবিআই আধিকারিকরা। এদিন আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে উপস্থিত ছিলেন মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments