eaibanglai
Homeএই বাংলায়২০ কোটি টাকায় ডিগ্রী বিক্রি করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের মোনালিসা

২০ কোটি টাকায় ডিগ্রী বিক্রি করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের মোনালিসা

বিশেষ সংবাদদাতা, আসানসোলঃ– প্রায় কুড়ি কোটি টাকা নগদের বিনিময়ে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের পি.এইচ.ডি র ডিগ্রী অ্যাডমিট কার্ড বিক্রি করেছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বিউটি কুইন’ মোনালিসা দাস। তিনি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ বান্ধবী। তার ঘনিষ্ঠতা আবার বিশ্ববিদ্যালয়ের আরো দু-একজন এবং আসানসোলের ও কলকাতার তৃণমূল কংগ্রেসের কিছু বড় ও মাঝারি মাপের নেতার সাথেও– এমনই সব দাবি বিজেপির। বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জির স্পষ্ট অভিযোগ, “কুড়ি কোটির ও বেশি টাকা নিয়ে মোনালিসাই বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের দেদার অ্যাডমিট কার্ড বিক্রি করেছেন। সে সব প্রমাণ আমাদের হাতে।” এই মোনালিসার দৌলতেই নাকি এ রাজ্যের তুলনায় বাংলাদেশী ছাত্রদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি করার হিড়িক বেশি। আন্তর্জাতিক ডিগ্রি বিক্রির যে চক্র আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছে, মোনালিসাই তার পান্ডা। তবে, শুধু ‘ফেরার’ মোনালিসার কাঁধে বন্দুক রেখে এইসব দুর্নীতির দায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী আদৌ ঝেড়ে ফেলতে পারেন কি ? মঙ্গঁলবার বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে এমন জোরালো প্রশ্নও তুলেছে বিজেপি। সব শুনেও মুখে কুলুপ এঁটে, দরজায় খিল দিয়ে বসে রয়েছেন উপাচার্য সাধন চক্রবর্তী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments