সংবাদদাতা, আসানসোলঃ- সাতসকালে আসানসোলে চলল গুলি। দুস্কৃতীদের গুলিতে আক্রান্ত হলেন আসানসোল দক্ষিন থানার এসআই সন্দীপ পাল। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশ আধিকারিককে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্তদের খোঁজ করতে পুলিশও তদন্তে নেমে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে, আসানসোল ১৩ নম্বর রোডের ওপর ডিউটি রত ছিলেন এসআই সন্দীপ পাল, কনস্টেবল অরিজিৎ সামন্ত ও এক সিভিক ভলেন্টিয়ার। তৎক্ষনাৎ এক অটো চালক তাঁদের জানান যে, তিন ব্যাক্তি তাঁর অটোতে এসেছেন। কিন্তু তাঁরা ভাড়া নিয়ে সমস্যার সৃষ্টি করছেন। এবং ওই অটো চালক পুলিশকে ব্যাপারটি খতিয়ে দেখতে বলেন। অটো চালকের কথা পুলিশ তখনই ওই তিন ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু ওই তিন ব্যাক্তির ব্যবহার দেখে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই তিন ব্যাক্তি নানা অজুহাত দেখিয়ে পুলিশের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় জোর জবরদস্তি পুলিশ ওই তিন অভিযুক্তকে গাড়িতে তোলার চেষ্ট করেন। পুলিশের হাত থেকে রক্ষা পেতে ওই তিন ব্যাক্তি পুলিশের চোখে লঙ্কা গুড়ো ছিটিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশের দিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলিও চালায় অভিযুক্তরা। একরকম প্রায় ধস্তাধস্তি ও হয় পুলিশের সঙ্গে তাদের। এই ধস্তাধস্তিতে ব্যাপক ভাবে আহত হন এসআই এসআই সন্দীপ পাল। এই পরিস্থিতিতে অভিযুক্তরা সেখান থেকে কোনোরকম ভাবে পালিয়ে যায়। কিছুক্ষন পর থানায় ফিরে এসে সন্দীপ পাল অসুস্থ হয়ে পড়েন। সেই সময় বোঝা যায় যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় একটি স্থানীয় হাসপাতালে। বর্তমানে তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তদন্ত অনুসারে জানা যায় যে, কুখ্যাত দুস্কৃতী সনু সিং এর সাথে এই তিন অভিযুক্তের যোগসাজশ থাকতে পারে। প্রসঙ্গত এই নিয়ে শেষ তিন মাসে দুই শুটআউটের ঘটনার সাক্ষী থাকল আসানসোল পুলিশ।