eaibanglai
Homeএই বাংলায়কুলটিতে দিনে দুপুরে আবাসনে দুষ্কৃতী তাণ্ডব

কুলটিতে দিনে দুপুরে আবাসনে দুষ্কৃতী তাণ্ডব

সংবাদদাতা,আসানসোলঃ– আসানলের কুলটির কলেজমোড় সংলগ্ন একটি আবাসনে দিনে দুপুরে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। বাধা দিতে গিয়ে হেনস্থার শিকার আবাসনের মহিলা এবং প্রবীণরা। পুলিশ দুজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত এখনও অধরা।

জানা গেছে বছর চারেক আগে কুলটির কলেজমোড় সংলগ্ন ওই আবাসনটি তৈরি করেছিলেন ভরত সাউ নামে স্থানীয় এক প্রোমোটার। আবাসনের বাসিন্দাদের অভিযোগ বর্তমানে তিনি আবাসেনর সামনের দিকে একটি অংশ দখল করে কমার্শিলায় প্লেস করতে চাইছেন। কিন্তু আবাসিকরা তাতে বাধা দেন। অভিযোগ এরপরই গতকাল ওই প্রমোটার আগ্নেয়াস্ত্র ও লাঠি, রড সহ প্রায় শ খানেক দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে আবাসনে হামলা চালান এবং আবাসনের দেওয়াল ভেঙে, গ্যাসকাটার দিয়ে লোহার ব্যারিকেড কেটে নিয়ে যান। বাধা দিতে গিয়ে আবাসনের মহিলারা ও প্রবীণেরা হেনস্থার শিকার হন। এমনকি এক প্রবীণ আবাসিককে প্রমোটার ভরত সাউ মারধর করেন বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে আবাসন সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আবাসিকরা। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর চৈতন্য মাঝি ও কুলটি থানার পুলিশ। ঘণ্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আবাসিকরা। পরে ওই প্রমোটারের স্থানীয় একটি মদের দোকান থেকে আবাসন থেকে কেটে নিয়ে যাওয়া লোহার গ্রিল উদ্ধার করে পুলিশ ও অভিযুক্ত প্রমোটারের ছেলে সহ দুজনকে গ্রেফতার করা হয়। যদিও মূল অভিযুক্ত ভরত সাউ এখনও অধরা।

ওই আবাসনের আবাসিকদের দাবি ওই ঘটনার পর থেকে তাঁরা রীতিমতো নিরাপত্তাহীনতার ভুগছেন। অবিলম্বে মূল অভিযুক্ত ভরত সাউকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তাঁরা। আগামী সোমবারের মধ্যে অভিযুক্ত প্রোমোটার ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন আবাসিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments