eaibanglai
Homeএই বাংলায়তৃণমূলের ঝান্ডা নিয়ে একযোগে ছটি কয়লা খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ

তৃণমূলের ঝান্ডা নিয়ে একযোগে ছটি কয়লা খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ

সংবাদদাতা,আসানসোলঃ– তৃণমূলের ঝান্ডা নিয়ে ইসিএলের বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিক্ষোভের জেরে ব্যাপকভাবে ব্যাহত হল কয়লা উৎপাদন। এদিন আসানসোলের সালানপুর এরিয়ার সমস্ত কয়লা খনি বন্ধ করে বিক্ষোভে দেখায় ইসিএলের বেসরকারি নিরাপত্তা কর্মীরা। সালানপুর এরিয়ায় মোট ছয়টি কয়লা খনি রয়েছে। সবকটি কয়লা খনি সহ এরিয়া অফিসের সমস্ত কাজ বন্ধ করে চলে বিক্ষোভ। ঘণ্টাখানেক কয়লা উৎপাদন বন্ধ থাকার পর তা শুরু হলেও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় পরিবহন ব্যবস্থা।

ইসিএলের বেসরকারি নিরাপত্তা কর্মীদের অভিযোগ, তাঁরা দীর্ঘ ২৫বছরের বেশি সময় ধরে কয়লা খনিতে নিরাপত্তার কাজ করে চলেছেন। এখন ইসিএল জানিয়েছে তাঁদের বেসরকারি নিরাপত্তা কর্মীর প্রয়োজন নেই। ফলে ইসিএলে কর্মরত ১৭৩ জন নিরাপত্তারক্ষী তাঁদের পরিবার নিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। দীর্ঘ বছর ধরে ইসিএল-এর জন্য পরিষেবা দিলেও ইসিএল এখন তাঁদর কথা ভাবছে না বলে দাবি বিক্ষোভরত নিরাপত্তা কর্মীদের। তাই অবিলম্বে তাদের পুনর্বহালের দাবিতে এদিন এক যোগে সালানপুর এরিয়ার সমস্ত কয়লা খনির কাজ বন্ধ করে বিক্ষোভ নামেন নিরাপত্তা কর্মীরা। অবিলম্বে তাঁদের দাবি মানা না হলে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভরত বেসরকারি নিরাপত্তা কর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments