সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- সামাজিক পরিছন্নতা ও নাগরিকদের স্বাস্থ্য়ের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত অভিযান ও রাজ্য সরকারের নির্মল বাংলা মিশন শুরু করা হয়েছিল। দুটি প্রকল্পেরই উদ্দেশ্য ও লক্ষ্য মোটামুটি একই। দেশ তথা রাজ্যের প্রতিটি বাড়িতে আধুনিক শৌচালয়ের ব্যবস্থা। বাড়ির বাইরে খোলা জায়গায় যাতে শৌচকর্ম বন্ধ হয় এবং অস্বাস্থ্যকর খাটা পায়খানার অবুলপ্তি। কিন্তু সরকারি এত পরিকল্পনা প্রচেষ্টা সত্ত্বেও আসানসোলের ৮৩ নম্বর ওয়ার্ডে আজাদ নগর, নয়া বস্তি এলাকায় সরকারি প্রকল্পের কোনও সুবিধা পৌঁছায়নি। তৈরি হয়নি আধুনিক শৌচালয়। তাই এখনও এলাকার বাসিন্দারা আগেকার তৈরি খাটা পায়খানা ব্যবহার করতে বাধ্য় হচ্ছেন। শুধুমাত্র শৌচালয়ের অসুবিধা নয় এলাকায় নালা সংস্কার না হওয়ায় একটু বৃষ্টিতেই বাড়িতে ঢুকে যায় নোংরা জল, পাশাপাশি এলাকাজুড়ে আবর্জনার স্তূপ। সব মিলিয়ে নারকীয় অসাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করতে হয় বস্তি এলাকার মানুষজনকে। এলাকার মানুষের অভিযোগ সমস্ত বিষয়টি আগের কাউন্সিলরকে জানানো হয়েছে। এলাকার ছবিও তুলে নিয়ে যাওয়া হয়েছ কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ভোট আসে ভোট যায়, সমস্যার সমাধান হয়না।
অন্যদিকে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার কংগ্রেস প্রার্থী শাহ আলম খান। বর্তমান পরিস্থিতির জন্য শাসক দলকে দায়ী করে তার দাবি আসন্ন পৌর নির্বাচনে তিনি ক্ষমতায় এলে বস্তির উন্নয়নের জন্য লড়বেন ও সব রকম পরিষেবা দেবার চেষ্টা করবেন।