eaibanglai
Homeএই বাংলায়হঠাৎ যুব তৃণমূল নেতার পদত্যাগ

হঠাৎ যুব তৃণমূল নেতার পদত্যাগ

সংবাদদাতা,আসানসোলঃ- একাধিক দুর্নীতি কাণ্ডে জড়িত অভিযোগে তৃণমূলের ছোট বড় বিভিন্ন স্তরের নেতাদের নাম নিয়ে টানাটানি চলছে। এরই মধ্যে হঠাৎ দল ছাড়ার ঘোষণা করলেন যুব তৃণমূল নেতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দল ছাড়ার ঘোষণা করেন তিনি। মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। যাতে লেখেন, ‘আমি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম কারণ আমি ভবিষ্যতে যদি কোনও চক্রান্তের স্বীকার হয়ে থাকি তার জন্য আমার দল ও আমার নেতা অভিষেক বন্দোপাধ্যায় দায়ী নয়।’ যদিও কেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতে পারে বা কোন ঘটনায় তাকে জড়ানো হতে পারে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ তবে তিনি দলে থেকে সাধারণ কর্মী হিসেবে তৃণমূলের হয়ে কাজ করবেন বলে দাবি করেছেন।

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আসানসোলের কুলটির বাসিন্দা। তিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন। ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচনে যুবরাজনগরে তৃণমূলের হয়ে কাজ করেছিলেন। সাংগঠনিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতার আচমকা ইস্তফায় জল্পনা শুরু হয়েছে আসানসোলের রাজনৈতিক মহলে। জল্পনা চলছে তৃণমূলের অন্দরেও। এই প্রসঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জল চ্যাটার্জী বলেন, বিষয়টি তার জানা নেই, তবে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সবার সাথে আলোচনা করা উচিত। দল ও পদ ছাড়া উচিত নয়। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষ। তৃণমূল নেতার এই আচমকা পদত্যাগ প্রসঙ্গকে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বাপ্পা চ্যাটার্জি বুধবার বলেন, যেভাবে গরু পাচারকাণ্ড ও কয়লা পাচারকাণ্ডে ইডি ও সিবিআই তদন্ত করছে তাতে অনেকই ভয় পেয়ে তৃণমূলের পদ ছেড়ে দিচ্ছেন। আগামী দিনে রাজ্যে তৃণমূল দল বলে কিছু থাকবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments