eaibanglai
Homeএই বাংলায়আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিক্ষোভ তৃণমূলের এসটি সেলের

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিক্ষোভ তৃণমূলের এসটি সেলের

সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্যজুড়ে আবাস যোজনায় শাসক দলের বিরুদ্ধে স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগ উঠছে। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি সিপিএম বিরোধী দলগুলি। এবার আবাস যোজনায় দুঃস্থ আদিবাসী সম্প্রদায়ের কারো নাম না ওঠায় প্রতিবাদে সরব হল তৃণমূলেরই শাখা সংগঠন, এসটি সেল। মঙ্গলবার আসানসোলের সালানপুর ব্লক অফিসে আছড়া পঞ্চায়েতের অন্তর্গত টাবাডি, কুণ্ডলপাড়া, হলুদকানালি, মালবহাল,জোড়বাড়ি,নতুন বস্তি এলাকার আদিবাসী মানুষজন বিক্ষোভ দেখান। যার নেতৃত্ব দেয় তৃণমূলের এসটি সেল। পরে বিডিও-র সঙ্গে দেখা করে, পুরনো তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরির দাবিও জানান তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আছড়া পঞ্চায়েতের টাবাডি, হলুদকানালি, মালবহাল, জোড়বাড়ি, কুন্দলপাড়া-সহ প্রায় ১০টি আদিবাসীপাড়ায় কয়েকশো আদিবাসী মানুষ বসবাস করেন। যাদের প্রত্যেকেই প্রায় হতদরিদ্র ও দিনমজুর। প্রায় প্রত্যেকেই থাকেন ঝুপড়িতে।

বিক্ষোভকারীদের অভিযোগ আছড়া পঞ্চায়েত থেকে ১১২ জনের আবাস যোজনার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় একজনও আদিবাসী গরীব মানুষের নাম নেই। বিক্ষোভকারীদের দাবি তালিকায় যাদের নাম রয়েছে তাদের অধিকাংশেরই পাকা বড় বাড়ি রয়েছে এবং উচ্চ আয় করেন। অন্যদিকে দিন আনা দিন খাওয়া মানুষজন যাদের পাকা বাড়ি নেই ঝুপড়িতে বাস করেন তাদের নামই বাদ পড়েছে। অবিলম্বে ওই তালিকা বাতিল করে নতুন তালিকা প্রকাশ করা না হলে আরো বড় আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে বিডিও অদিতি বসু বিষয়টি খতিয়ে দেখে উচ্চতর আধিকারিদের জানানোর আশ্বাস দিয়েছেন। এদিন এসটি সেলের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের ওই বিক্ষোভ ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিডিও চত্বরে মোতায়েতন ছিল সালানপুর থানার এবং রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ বাহিনী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments