eaibanglai
Homeএই বাংলায়ঝড় বৃষ্টির রাতে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু আইসক্রিম বিক্রেতার

ঝড় বৃষ্টির রাতে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু আইসক্রিম বিক্রেতার

সংবাদদাতা,আসানসোলঃ- বৃহস্পতিবার ঝড় বৃষ্টির দুর্যোগের রাতে আসানসোলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আইসক্রিম বিক্রেতার। মৃত ব্যক্তির নাম প্রদীপ কুমার প্রসাদ, বয়স ৫৯। দুর্ঘটনাটি ঘটে সালানপুর থানার আসানসোল- চিত্তরঞ্জন রোডের উপর হিন্দুস্তান কেবলস গেস্ট হাউসের কাছে।

জানা গেছে এদিন রাত আটটা নাগাদ ওই আইসক্রিম বিক্রেতা আইসক্রিমের গাড়ি নিয়ে চিত্তরঞ্জনের দিক থেকে রূপনারায়ণপুরের দিকে যাচ্ছিলেন আইসক্রিম বাস্কটি জমা দেওয়ার জন্যে। ঝড় বৃষ্টি হওয়ায় এদিন ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। ফলে পথঘাট অন্ধকার ছিল। এরই মধ্যে কোনও গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। পরে এক টোটো চালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই আইসক্রিম বিক্রেতাকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পিঠাকেয়ারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে প্রদীপ বাবুর মাথায় বুকে এবং পায়ে গভীর চোট ছিল।

অন্যদিকে হাসপাতাল থেকে খবর পেয়ে প্রদীপবাবুর বাড়িতে খবর দেয় পুলিশ। জানা গেছে আইসক্রিম বিক্রেতার পরিবার বলতে রয়েছে দুই মেয়ে। তার মধ্যে ছোট মেয়ে হিন্দুস্তান কেবলসের আবাসনে থাকেন। প্রদীপ কুমার তার ছোট মেয়ে জামাইয়ের সঙ্গেই থাকতেন। পুলিশের প্রাথমিক অনুমান বড় কোনও গাড়ির ধাক্কার জেরেই মৃত্যু হয়েছে ওই আইসক্রিম বিক্রেতার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments