সংবাদদাতা, আসানসোলঃ- সোমবার কাজের দাবিতে কুলটির সীতারামপুরের এফ.সি.আই গোডাউনের কাজ বন্ধ করে বিক্ষোভে সরব হলেন স্থানীয় ট্রাক চালকেরা। বিক্ষোভের নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া।
বিক্ষোভরত ট্রাক চালকদের দাবি তারা প্রায় ২০-৩০ বছর ধরে এফ.সি.আই গোডাউনের খাদ্য সামগ্রী পরিবাহনের কাজ করছেন। কিন্তু ইদানিং কিন্তু এফ.সি.আই-এর কন্ট্রাক্টর বাইরে থেকে ট্রাক এনে কাজ করার পরিকল্পনা করেছে। যার জেরে কাজ হারাতে বসেছেন তারা। বিক্ষোভের নেতৃত্বে থাকা তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়াও বিষয়টি নিয়ে সরব হন। তিনি বলেন এলাকায় ৬০-৬৫ জন ট্রাক চালক রয়েছে। যারা দীর্ঘ দিন ধরে এফ সি আই -এর খাদ্য সামগ্রী পরিবহনের সঙ্গে যুক্ত। পরিবহনে নিযুক্ত ঠিকাদারকে আগে এদের কাজ দিতে হবে তারপর প্রয়োজন হলে বাইরের গাড়ি নিয়ে আলোচনা করা যাবে। এদিন তিনি সংশ্লিষ্ট ঠিকাদেরর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেস্টা করেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত গোডাউনের কাজ বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তিনি।