eaibanglai
Homeএই বাংলায়প্রায় দুমাস ধরে জাতীয় পতাকা কাঁধে নিয়ে হেঁটে চলেছেন সুদেষ

প্রায় দুমাস ধরে জাতীয় পতাকা কাঁধে নিয়ে হেঁটে চলেছেন সুদেষ

সংবাদদাতা, আসানসোলঃ– প্রায় দুমাস ধরে জাতীয় পতাকা কাঁধে নিয়ে হেঁটে চলেছেন উত্তর প্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা সুদেষ কুমার। বুধবার তিনি ঝাড়খণ্ডের সীমান্ত পেরিয়ে কুলটির ডুবুরডিহি চেক পোষ্ট হয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গী মোড়ে পৌঁছান।

কিন্তু কেন এই দীর্ঘ পথ চলা? পেশায় দিন মজুর সুদেষ কুমার জানান দেশের বেকারত্ব সমস্যার সমাধানে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে ও মানবতার প্রসারের জন্য তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের কাছে সংকল্প করেছেন। তাই বেরিয়ে পড়েছেন পথে। সঙ্গী করেছেন আরেক মা দেশ মা বা ভারত মাকে। তারই প্রতীক জাতীয় পতাকা বহন করে নিয়ে চলেছেন তিনি। আর এই চলার পথে দেশ ও দেশের মানুষকে নতুন করে চিনছেন তিনি।

এই সুদীর্ঘ যাত্রা পথে কোনও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা জানতে চাওয়ায় সুদেষ জানান সূর্যাস্তের পর জাতীয় পতাকা উত্তোলন করে রাখা যায় না। তাই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাকে যাত্রা বন্ধ করতে হয়। অজানা অচেনা অনেক জায়গায় থমকে যেতে হয়। অনেক সময় সেখানের মানুষজন থাকতে দিতে চাননা। তবে বেশীর ভাগ ক্ষেত্রেই তিনি মানুষের সহযোগীতা পান বলেও জানান।

তবে এই ধরণের যাত্রা এই প্রথমবার নয় এর আগে তিনি উত্তর প্রদেশের নিজের জেলা ও বাসস্থান থেকে সাইকেলে দিল্লি যাত্রা করেছিলেন বলেও জানান সুদেষ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments