সংবাদদাতা, মুর্শিদাবাদ:
এন আর সি আতঙ্ক দূর করতে ও একই সাথে রাজ্য সরকারের উন্নয়ন কর্মসূচি জনগনের সামনে তুলে ধরতে বুধবার বিকেলে মহা মিছিল অনুষ্ঠিত হল ভগবানগোলায়। এদিন সম্প্রীতি যাত্রা নামের এই মিছিল গোটা শহর ঘুরে। দলীয় কর্মীদের নিয়ে রামবাগ এলাকায় সভা করেন তৃণমূল নেতৃত্ব। এই মিছিলে পা মেলান বর্ষীয়ান তৃণমূল নেতা সগীর হোসেন। ব্লক তৃনমূল সভাপতি আফরোজ সরকার।সম্প্রীতি যাত্রা নামক এই মিছিলে দলীয় কর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিতি মিছিল টিকে মহা মিছিলে পরিণত করে। এদিন আয়োজিত হল সম্প্রীতি যাত্রা নামক মহা মিছিলের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়ন মুখী প্রকল্প গুলির প্রচার করা হয়। তবে এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল এন আর সি এর বিরুদ্ধে জনমত গঠন করা।মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা তথা প্রাক্তন শিক্ষক সগীর হোসেন বলেন,”রাজ্য সরকার সাধারণ ও গ্রামীন মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। দিদিকে বলো….কর্মসূচি পালন করতে গিয়ে দেখা গিয়েছে এক শ্রেণীর অসাধু সরকারী কর্মচারীদের জন্য ওই সব প্রকল্পের সুবিধে থেকে বন্চিত হয়েছেন নাগরিক। স্বাভাবিক ভাবে ওই সব প্রকল্প গুলির সুবিধে মানুষ কি ভাবে পেতে পারেন তার প্রচার চালানো হচ্ছে”।