সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
নিয়ন্ত্রনহীন পন্যবাহী লড়ি ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। বাড়ির সামনের গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি মালবোঝাই ছোট লড়ি ডিসেন্সি কর্মসূচিতে ধাক্কা মারলো ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ত্রিপোলি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বহুতালী গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও তার চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।