eaibanglai
Homeএই বাংলায়পানাগড় রেল হাসপাতালের অমানবিকতার রুপ দেখল পানাগড়বাসি

পানাগড় রেল হাসপাতালের অমানবিকতার রুপ দেখল পানাগড়বাসি

সংবাদদাতা, পানাগড়ঃ– শনিবার সকালে পুনে থেকে কোলকাতা হয়ে পানাগড় স্টেশনে নামেন পানাগড় এক বাসিন্দা ছোট্টু বাগদি। স্টেশনে নামতেই তাকে অসুস্থ অবস্থায় দেখে স্থানীয় যুবকরা তাকে মুখ ঢেকে ডাক্তার দেখানোর কথা জানান। ওই যুবক অসুস্থ্য বোধ করায় ডাক্তার দেখানোর পরেই সে বাড়ি যাবে স্থির করে। সেই মত পানাগড় রেল স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে স্থানীয়রা ওই যুবক কে পরীক্ষা করানোর জন্য নিয়ে গেলে রেল হাসপাতাল ফিরিয়ে দেয়। বাধ্য হয়ে ওই যুবক রেল হাসপাতালের সামনেই বসে থাকলে তাকে তাড়ানোর চেষ্টা করেন রেল কর্মীরা। এর পরেই স্থানীয় বাসিন্দাদের সাথে তুমুল ঝগড়া শুরু হয় রেলের এক আধিকারিকের। এমনকি সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যম কে বাধা দেন রেলের আধিকারিক। ওই যুবককে হাসপাতালে পৌঁছানোর জন্য কাঁকসা থানা ও পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর জন্য বারংবার স্থানীয়রা ফোন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় নি বলে অভিযোগ। পরে স্থানীয়রা উদ্যোগ নিয়ে টোটো করে পানাগড় বাজার উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে প্রশাসন এম্বুলেন্সে করে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় হয় যুবক কে। বর্তমানে ওই যুবকের চিকিৎসা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments