eaibanglai
Homeএই বাংলায়ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ প্রধান শিক্ষক কে গাছে বেঁধে রাখল ছাত্রীরা

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ প্রধান শিক্ষক কে গাছে বেঁধে রাখল ছাত্রীরা

সংবাদদাতা, বাঁকুড়াঃ- ছাত্র সমাজ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভালো মানুষদের সহযোগিতা নিয়ে, তখন এমন কিছু মানুষ রয়েছে যাদের হাত ধরে আবার সমাজ ক্রমান্বয়ে রসাতলে দিকে যাচ্ছে। আর এই ধরনের ঘটনা সুস্থ স্বাভাবিক সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক তা বোধহয় তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এমনই এক ঘটনা চমকে দেবে সকলকে। ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে প্রধান শিক্ষককে গাছে বেঁধে রাখলো ছাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের উন্তিশোল বনমালী জুনিয়র হাই স্কুলের ঘটনা। অরুণ কুমার সিংহমহাপাত্র নামে ঐ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ক্লাস চলাকালীন শ্রেণী কক্ষ থেকে ছাত্রদের বাইরে বের করে নির্দিষ্ট ক্লাসের পরিবর্তে ছাত্রীদের গান করতে বলেন। এমনকি নিজের কাছে ডেকে এনে তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলেও অভিযোগ। বৃহস্পতিবার ঐ শিক্ষক ফের এই ধরণের আচরণ করলে সম্মিলীত ছাত্রীরা স্কুলের সামনে একটি গাছে ঐ শিক্ষককে বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিমলাপাল থানার পুলিশ। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। অষ্টম শ্রেণীর এক ছাত্রী ঘটনার যথাসাধ্য বিবরণ দিয়ে বলেন, এই ধরণের ঘটনা সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে। আমরা আপত্তি করলেও তিনি শোনেননি বলে অভিযোগ। এই ঘটনায় সংশ্লিষ্ট অভিবাবকরা ঐ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সরব হয়েছেন। একজন শিক্ষক সমাজ তৈরি করার কারিগর, ছাত্র-ছাত্রীদের সঠিক পথে নিয়ে যাওয়ার দিসা দেখান। আর সেই শিক্ষক যদি সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং ছাত্রীদের সাথে যদি এই ধরনের অশালীন মূলক আচরণ করে তাহলে আগামী দিনের সমাজ কাদের হাত ধরে সুস্থ ভাবে গড়ে উঠবে প্রশ্ন রয়েই গেল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments