সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- গতকাল রাতে পতিরাম কদমতলিতে “Patiram Badminton Lovers” এর আয়োজনে ১৬ দলের (ডাবলস্) নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন হয়। টুর্নামেন্ট উদ্বোধন করেন পতিরাম পুলিশি তদন্ত কেন্দ্রের অফিসার মাননীয় দেবব্রত মিশ্র মহাশয়।উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় মৃণাল কান্তি সাহা(গদা), কাজল সরকার,পিন্টু সরখেল, উৎপল সরকার(কাল্টু),সন্দীপ মন্ডল,চঞ্চল সাহা,অসীম সরকার,বিভাস সাহা,সুবোধ মন্ডল,পল্টন সাহা,বিজেন্দু বিশ্বাস,বিল্টু সাহা,স্বরূপ মুখার্জি,সুমন দাস সহ অনেকেই। ১৬টি (ডাবলস্) দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।কালিয়াগঞ্জ, বালুরঘাট টাউনক্লাব, বিংশ শতাব্দী ক্লাব, তপন, হিলি, ঠাকুরপুরা, বাউল, পতিরাম থেকে টিম অংশগ্রহণ করে। এই খেলায় চ্যাম্পিয়ন হয় বালুরঘাট টাউনক্লাবের সৌরভ এবং সন্তু এবং রানার্সআপ হয় বালুরঘাট টাউনক্লাবেরই দেবাশিষ এবং অর্ঘ্য। এই টুর্নামেন্টের পরিচালনার সহযোগিতায় ছিল কদমতলি স্বস্তিকা স্পোর্টিং ক্লাব।