সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানা পুলিশ ৩৪ নং জাতীয় সড়কের অকুরা মোড় থেকে ব্যাগভর্তি জালনোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করে।পাচারকারীর নাম শরিফ শেখ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭৫ টি দুই হাজার টাকার মোট ৩.৫লাখ টাকার জাল নোট উদ্ধার হয়।ধৃত কে এদিন জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। সোমবার সন্ধ্যায় শেষ পাওয়া খবরে জানা যায় জঙ্গিপুর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধৃতকে ১০ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। প্রাথমিক পুলিশি জেরায় পাচারকারী জানায় তার বাড়ি মালদার বৈষ্ণবনগর জেলায়।