চোখে তরল জাতীয় রাসায়নিক পদার্থ স্প্রে করে সোনা ব্যবসায়ীর কাছ থেকে টাকা এবং সোনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট

847

সংবাদদাতা, বর্ধমানঃ- চোখে তরল জাতীয় রাসায়নিক পদার্থ স্প্রে করে সোনা ব্যবসায়ীর কাছ থেকে টাকা এবং সোনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল একদল দুস্কৃতী। সোমবার রাতে এই চাঞ্চল্যকর ঘতটনাটি ঘটেছে বর্ধমানের আলমগঞ্জ নামক এলাকায়। ব্যবসায়ী শ্রীমন্ত বেরা এদিন রাত্রে সোনার দোকান বন্ধ করে মোটর বাইকে করে তার এক সঙ্গীর সাথে বাড়ি ফিরছিলেন। শ্রীমন্ত বেরা যখন তার বাইক নিয়ে একটি গলিমুখো রাস্তায় ঢোকেন তখন তিন যুবুক তাদের চোখে তরল জাতীয় রাসায়নিক পদার্থ স্প্রে করে। এদিকে চোখ জ্বলতে থাকায় শ্রীমন্ত বেরা ও তার সঙ্গী বাইক থেকে পড়ে যায়। আর সেই সুযোগ নিয়ে মোটর বাইকে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালায় ওই তিন দুস্কৃতী। এক সূত্রে জানা গেছে, ওই তিন যবুক অনেকক্ষন ধরেই সেই স্থানে দাড়িয়েছিল ব্যাগ লুঠের জন্য। ব্যাগে ২০ গ্রাম সোনা এবং ১ লক্ষ টাকা ছিল বলে দাবি ওই ব্যবসায়ীর। ইতিমধ্যেই বর্ধমান থানার পুলিশ ওই তিন যুবকের খোঁজে তদন্তে নেমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here