সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-
এন,আর,সি ও সি,এ, অ্যাক্টের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যখন কলকাতার রাজ পথে পা মেলালেন ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এন,আর,সি ও সি,এ, অ্যাক্টের প্রতিবাদে সোচ্চার হলেন। সেই কারনেই আজ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি অর্পিতা ঘোষের নেতৃত্বে এক বিরাট মিছিল আয়োজন করা হয়। মিছিলটি বালুরঘাট হাইস্কুল ময়দান থেকে শুরু হয়ে সারা বালুরঘাট শহর প্রদক্ষিন করে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। এবং সেখানে একটি পথ সভার আয়োজন করা হল জেলা তৃণমূলের পক্ষ থেকে। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ ও রাজ্যের ম্যাকিনটোশ বার্নের চেয়ারম্যান শংকর চক্রবর্তী প্রাক্তন বিধায়ক সত্যেন রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।