সংবাদদাতা, হলদিবাড়িঃ-
বাংলাদেশী টাকা সহ এক বাক্তি ধরা পড়ল সীমান্ত রক্ষী বাহিনীর হাতে। এদিন সন্ধ্যায় ডাঙ্গাপাড়া বিওপির সীমান্তের কাঁটা তারের ওপার থেকে এক বাংলাদেশী ব্যক্তি দুটো বাংলাদেশী টাকার বান্ডিল সীমান্তের এপারে ফেলে। তৎক্ষনাৎ এপারে থাকা এক ভারতীয় বাক্তি টাকার বান্ডিলটি তুলে নেয়। ব্যাপারটি নজরে আসতেই ডিউটি রত জওয়ানরা
বাংলাদেশী টাকা সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সীমান্ত রক্ষী বাহিনীর মতে, আটক ব্যক্তির নাম কানাই মণ্ডল(২৮)। কানাই দক্ষিন বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন খাল পাড়ার বাসিন্দা। এদিন কানাইয়ের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশী ৬০০ টাকার ৩২ টি নোট, এবং ১ টি দামী মোবাইল। বি এস এফের ৬৫ কমাড্যান্ট অনিল কুমার সিং জানান, কে বা কারা এই চক্রে জড়িত আছে এই সমস্ত কথা জিজ্ঞাসাবাদের পর আমরা কানাইকে পুলিশের হাতে তুলে
দেব।