সংবাদদাতা, মুর্শিদাবাদ-
ভারত-বাংলা সীমান্ত দিয়ে চুপিসারে ব্যাগ ভর্তি লক্ষ লক্ষ টাকার ফেন্সিডিল লাইন দিয়ে বাংলাদেশে পাচারের আগেই গ্রেফতার বাংলাদেশি কারবারি। রাতে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তল্লাশিতে দফায় দফায় উদ্ধার প্রায় ৩০ লাখ টাকার ফেন্সিডিল।শহর বহরমপুর লাগোয়া কাছারিপাড়া সীমান্ত এলাকা থেকে ধাওয়া করে বাংলাদেশের দৌলতপুর এলাকার শরীফ বিশ্বাস নামের ওই পাচারকারী কে গ্রেফতার করে বিএসএফ।তাকে জেরা করে মেলা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৩০লক্ষ্য টাকার প্রায় ৮০০বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।