ব্যাঙ্ক কর্মীকে লুঠের চেষ্টা এলাকায় ব্যাপক চাঞ্চল্য

534

সংবাদদাতা, মালদাঃ- সাত সকালে ব্যাংক কর্মীর কাছ থেকে টাকা লুঠ, এবং দেদার গুলি চালাল একদল দুষ্কৃতি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা থেকে কাপাই চণ্ডীগামী রাজ্য সড়কের ওপর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যাঙ্ক কর্মীর নাম শুকদেব দাস(৩৪)। শুকদেব বাবু তুলসিহাটা বাজার এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি ব্যঙ্কের সিএসপি শাখার কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, রোজকার মতো এদিন ও শুকদেব বাবু বাড়ি থেকে নিজের কর্মস্থানে যাচ্ছিলেন। কিন্তু ব্যাঙ্কে যাওয়ার পথে রাম শিমুল গ্রামের কাছে এক মুড়ি মিলের সামনে পাঁচজন মুখ ঢাকা যুবক শুকদেব বাবুর পথ আটকে দাঁড়ায়। শুকদেব বাবু তার গাড়িটি দাঁড় করালে ওই পাঁচজন যুবক তাঁর দিকে এগিয়ে আসে। তৎক্ষনাৎ অবস্থা বেগতিক দেখে শুকদেব বাবু তাদের কে ঠেলে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যান। এরপরই ওই পাঁচজন যুবক দুটি গাড়ি নিয়ে শুকদেব বাবু কে তাড়া করে। যখন শুকদেব বাবু খোশলপুরের কাছাকাছি চলে আসেন সেই সময় তিনি বাইকটি থামিয়ে সেখানকার স্থানীয়দের সমস্ত কথা খুলে বলেন। অন্যদিকে ওই পাঁচজন যুবক বাইকে করে খোশলপুর পৌঁছলে, স্থানীয় লোকজন তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু ওই পাঁচজন যুবক চলন্ত গাড়ি থেকেই শুকদেব বাবু কে লক্ষ্য করে দেদার গুলি চালাতে থাকে। অন্যদিকে স্থানীয়রা এই ঘটনা দেখে পুলিশ কে সঙ্গে সঙ্গে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। শুকদেব বাবু পুলিশ কে বলেন, তার কাছে টাকা পয়সা থাকলেও সেগুলি ছিনতাই করতে পারেনি ওই দুষ্কৃতি দল। এদিকে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here