সংবাদদাতা,বাঁকুড়া:- সোমবার সন্ধ্যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই সঙ্গে মৃত্যু হলো মা ও শিশু পুত্রের। গুরুতর আহত বাবা। মৃতদের নাম অর্চনা মহন্ত (৩০) ও শুভম মহন্ত (২)। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার দুর্লভপুর-বড়জোড়া রাজ্য সড়কের উপর শ্রীচন্দনপুর পেট্রোল পাম্পের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গঙ্গাজলঘাটির ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় মহন্ত তার স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে এদিন সন্ধ্যায় দুর্গাপুর থেকে মোটর বাইকে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। সেই সময় শ্রীচন্দনপুর পেট্রোল পাম্পের কাছে একটি লরির সঙ্গে তাদের মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মা অর্চনা মহন্ত ও ছেলে শুভম মহন্তকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মোটর বাইক চালক সঞ্জয় মহন্তকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে পুলিশ ‘ঘাতক’ লরিটিকে আটক করলেও চালক-খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।