সংবাদদাতা, বাঁকুড়া:- মেলা দেখে ফেরার পথে মর্মান্তিক এক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। দুর্ঘটনায় আহত হয়েছে ১৮জন। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দেশুড়িয়ায়। জানা যায়, মৃত ব্যক্তির নাম বিশু বাউরী বয়স ৩২, বাড়ি বেলিয়াতোড় থানার জামবেদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত্রে বেলিয়াতোড় থানার জামবেদিয়া গ্রামের এক দল যুবক গঙ্গাজলঘাটির দেশুড়িয়াতে মেলা দেখতে গিয়েছিল। মেলা দেখে একটি গাড়ি ভাড়া করে গ্রামে ফেরার পথে ঘটে যায় দুর্ঘটনা। এদিন ভোররাতে দেশুড়িয়া রাম হরিপুর সড়কের ওপর থাকা দেশুড়িয়া-কেন্দুয়াডিহর মধ্যস্থালের একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি । দুর্ঘটনায় আহত হন গাড়িতে থাকা ১৯ জন । আহতদের উদ্ধার করে অমরকানন গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর ১৮ জনকে স্থানান্তর করা হয় বাঁকুড়া সন্মেলনি মেডিক্যাল কলেজ ও হসপিটালে। হাসপাতাল সূত্রে খবর এদের মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক।