eaibanglai
Homeএই বাংলায়প্রত্যন্ত এলাকার শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরতে চিত্র ও ভাস্কর্য প্রদর্শণী

প্রত্যন্ত এলাকার শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরতে চিত্র ও ভাস্কর্য প্রদর্শণী

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়া শহরের ঐতিহ্যবাহি এডওয়ার্ড মেমোরিয়াল হলে রবিবার থেকে শুরু হলো চিত্র ও ভাস্কর্য প্রদর্শণী। স্কালপচার গ্যালারি, বাঁকুড়ার উদ্যোগে আয়োজিত হয়েছে এই প্রদর্শণীর। বাঁকুড়ার মতো প্রত্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অসংখ্য প্রতিশ্রুতিমান শিল্পী ও ভাস্কর। তাঁদের এক ছাতার তলায় এনে তাঁদের শিল্পকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গত বছর থেকে এই প্রদর্শনী শুরু করেছে স্কালপচার গ্যালারি, বাঁকুড়া। এবছর প্রদর্শনীতে স্থান পেয়েছে ২২ জন চিত্রশিল্পী সহ মোট ২৭ জন শিল্পী ও ভাস্করের শিল্পকর্ম। প্রদর্শণী চলবে আগামী রবিবার পর্যন্ত।

এদিন প্রদর্শণীর উদ্বোধন করেন প্রবীণ শিল্পী বাসুদেব চন্দ। উপস্থিত ছিলেন জেলাশাসক কে.রাধিকা আইয়ার, বিশিষ্ট শিল্পী মনোহর নন্দী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলাশাসক সহ বিশিষ্টজনেরা প্রদর্শণী ঘুরে দেখেন। জেলাশাসক কে.রাধিকা আইয়ার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, এডওয়ার্ড হলকে অস্থায়ী আর্ট গ্যালারি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ পূর্ত দপ্তরকে ইতিমধ্যে দেওয়া হয়েছে।

উদ্যোক্তারা জানান বাঁকুড়ার সুসন্তান, রবীন্দ্র স্নেহধন্য শিল্পী ও ভাস্কর রামকিঙ্কর বেইজের নামে জেলা সদরে একটি স্থায়ী আর্ট গ্যালারি তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

অন্যদিকে এই প্রদর্শণী ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments